রাবি ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হলেন যারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন শুরু হয়েছে।

চূড়ান্ত আবেদনের প্রথম পর্যায়ের সিলেকশনে নির্বাচিতদের সর্বনিম্ন জিপিএ কত, তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

অধ্যাপক মো. ছাইফুল ইসলাম জানান, প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ‘এ’ ইউনিটে বিজ্ঞানে ৪.৬৭, মানবিকে ৪.৫০ ও ব্যবসায় শিক্ষায় ৪.২৯। ‘বি’ ইউনিটে বিজ্ঞানে ৩.৫০, মানবিকে ৩.০০ ও ব্যবসায় শিক্ষায় ৩.০০, অর্থাৎ ‘বি’ ইউনিটের সব প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছেন। আর ‘সি’ ইউনিটে বিজ্ঞানে ৪.৬৯, মানবিকে ৫.০০ ও ব্যবসায় শিক্ষায় ৫.০০।

আরও পড়ুন: জাবি ভর্তিতে দুই ইউনিটের ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল

তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যেকোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তী সময়ে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।

প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুর থেকে চূড়ান্ত আবেদন করতে পারছেন। আবেদন প্রক্রিয়া চলবে ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। প্রথম দফা শেষে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে পরবর্তী দুটি ধাপে আবেদন করা যাবে।

দ্বিতীয় দফায় ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি, তৃতীয় দফায় ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ