জাবিতেও মুছে ফেলা হলো মুজিব পরিবারের নাম

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
হাসিনা ও মুজিবুর রহমানের ছবি মুছে দিচ্ছেন শিক্ষার্থীরা

হাসিনা ও মুজিবুর রহমানের ছবি মুছে দিচ্ছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলসহ বিভিন্ন স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম মুছে ফেলেছেন শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের দিকে যান। পরে ইনস্টিটিউটটির সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও শেখ হাসিনা হলের সামনে শেখ হাসিনার ম্যুরাল ভেঙে ফেলেন তারা। এছাড়া আল-বেরুনি হলের সামনে দেওয়ালের শেখ মুজিবুর রহমানে গ্রাফিতি মুছে ফেলেন।

এরপর কিছু শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙচুর করতে আসলে হলের কয়েকজন শিক্ষার্থী তাদের বাধা দেন। তারা জানান, তাদের হলের বিষয়ে সিদ্ধান্ত তারা নেবেন। এর মধ্যে নামফলক ভাঙচুরের চেষ্টা করা শিক্ষার্থীদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপর রাত ২টার দিকে শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা নিজেদের সিদ্ধান্তে হলের নামফলক খুলে ফেলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে 'বিজয়-২৪' নামকরণ করেছেন ও হলের শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমরা এই ষড়যন্ত্র মেনে নেবো না। আমাদের দাবি, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং গণহত্যার দায়ে বিচার করা। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও মুজিববাদের কোনো স্মৃতি এই বিশ্ববিদ্যালয়ে থাকবে না।

বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা এ ষড়যন্ত্র মেনে নেবো না। দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং গণহত্যার দায়ে বিচার করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও মুজিববাদের কোনো স্মৃতি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকবে না।’

বিএনপির ব্যানার খুলে জামায়াতকে যে বার্তা দিলেন রাকসু জিএস
  • ১৮ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাই পণ্য জব্দ
  • ১৮ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা বাঘিনীদের
  • ১৮ জানুয়ারি ২০২৬
মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিখোঁজের পাঁচ দিন পর পানিতে মিলল স্কুলছাত্রীর লাশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ফাইল নিয়ে গেছেন সাবেক …
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9