আবু বকর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করব আমরা: ঢাবি ভিসি

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
শহীদ আবু বকর সিদ্দিকের স্মরণে দোয়া মাহফিল

শহীদ আবু বকর সিদ্দিকের স্মরণে দোয়া মাহফিল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো শহীদ আবু বকর সিদ্দিকের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর ১৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব স্যার এ এফ রহমান হলের মসজিদে শহীদ আবু বকর স্মৃতি সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, আমরা আবু বকর হত্যার বিচার নিশ্চিত করার জন্য ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছি। আমরা ন্যায়বিচার নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।

এসময় স্যার এ. এফ. রহমান হলের প্রভোস্ট মাহফুজুল হক সুপন তার বক্তব্যে অপরাজনীতির ভয়াবহতা ও আবু বকরের মতো নির্দলীয় যেন কেও হত্যার শিকার না হয় সে দিকে গুরুত্বারোপ করেন। 

শহীদ আবু বকর স্মৃতি সংসদের মুখ্য সংগঠক জয়েন উদ্দিন সরকার এসময় তিনটি দাবি উত্থাপন করেন। এরমধ্যে রয়েছে- আবু বকর হত্যার বিচার অতিদ্রুত নিষ্পত্তি করতে হবে;  আবু বকরের স্মৃতি রক্ষার্থে ম্যুরাল স্থাপন করতে হবে ও হল অডিটোরিয়ামের নামকরণ শহীদ আবু বকর ছিদ্দীকের নামে করতে হবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস. এম. ফরহাদ। তার বক্তব্যে বলেন, আবু বকরের স্মৃতিতে দোয়া মাহফিল ছাত্র সংগঠনগুলোর জন্য সতর্কবার্তা। অপকর্ম যে করুক বিচার হবেই।

আরও বক্তব্য দেন আবু বকরের ছোট ভাই ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এবি জুবাইর। এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ছাত্র সংগঠক ও অ্যাক্টিভিস্ট আকরাম হোসেন সিএফ। 

প্রসঙ্গত, ২০১০ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে বর্তমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তৎকালীন সভাপতি (সাইদুজ্জামান ফারুক) গ্রুপ ও সাধারণ সম্পাদক (মেহেদী হাসান মোল্লা) গ্রুপের মধ্যে হল দখল নিয়ে সংঘর্ষ হয়। এরই জেরে মাথায় গুলিবিদ্ধ হয়ে ৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হলের ৪০৪নং রুমের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু বকর।

অসুস্থকালীন সৌজন্য সাক্ষাতকে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচার, নিন…
  • ০১ জানুয়ারি ২০২৬
সকালেই সড়কে একসঙ্গে ঝরল ৪ প্রাণ
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে লড়বেন ৮…
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার প্রয়াণে ভারতের শোক, এবার দিল্লিতে বাংলাদেশ হাই…
  • ০১ জানুয়ারি ২০২৬
আলোকছটা আর সম্প্রীতির বন্ধনে নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব
  • ০১ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
  • ০১ জানুয়ারি ২০২৬