ঢাবিতে ‘তিতাস’ এর নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ-তিতাস এর আয়োজনে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ও বর্তমান ঢাবি শিক্ষার্থীদের এক মেলবন্ধন  ঘটেছে। 

এছাড়াও ছিল ব্রাহ্মণবাড়িয়া হতে আগত নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান,রেফেল ড্র,  অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ রম্য বিতর্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 

তিতাসের সভাপতি মাহমুদ হাসান লিমন বলেন, ‘দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী ধারা তিতাসেও অব্যাহত ছিলো। কিন্তু আমরা দৃঢ়তার সঙ্গে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দায়িত্ব নিয়েছি। দায়িত্বশীল জায়গা থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও সাংস্কৃতিক বোধ নির্মাণে আমরা আন্তরিকতার সাথে কাজ করে যাব।’

তিতাসের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রবিন বলেন, ‘প্রতিবছর তিতাস-ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মাঝে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অন্যতম একটি উপভোগ্য অনুষ্ঠান হিসাবে ইতিমধ্যে সবার মনে জায়গা করে নিয়েছে।’

‘তিতাস ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ বরাবরের মতোই সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনশিক্ষার্থীদের আমরা বরন করে নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের উন্মুক্ত পরিবেশে সিনিয়র জুনিয়র সহ সকলের উপস্থিত আমাদের অনুষ্ঠান প্রাণবন্ত করে তুলেছে।’

ট্যাগ: ঢাবি
স্বর্ণের ভরি কি ৩ লাখ ছাড়াবে— দাম বাড়ার নেপথ্যে কী
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন ক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ২৮ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ২৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage