ঢাবি ক্যাম্পাসে যান নিয়ন্ত্রণে বিধি-নিষেধ শিথিল

৩১ জানুয়ারি ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
ঢাবি ক্যাম্পাসে যান নিয়ন্ত্রণে ব্যারিকেড

ঢাবি ক্যাম্পাসে যান নিয়ন্ত্রণে ব্যারিকেড © ফাইল ফটো

গত ১৩ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত ও নিয়ন্ত্রণ করা হয়। এরই অংশ হিসেবে ক্যাম্পাসের ৭টি প্রবেশদ্বারে স্থাপিত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ বেরিয়ার দেওয়া হয়।

তবে দেড় মাসের মাথায় এ সিদ্ধান্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলা উপলক্ষ্যে এদিন থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যারিকেড রাখবেনা বলে জানিয়েছে। আজ শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা। সারাদেশ থেকে বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার মানুষ এ বইমেলা উপভোগ করতে আসেন। বইমেলা উপভোগ করতে আশা ক্রেতা এবং দর্শনার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আসা-যাওয়া নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের যে বিধি-নিষেধ থাকে তা অমর একুশে বইমেলা উপলক্ষ্যে শিথিল করা হলো।

এতে আরও বলা হয়, ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যারিকেড রাখবেনা। তবে, ঢাকা মহানগর ট্র্যাফিক বিভাগ এ প্রবেশপথগুলোতে যানবাহন সুশৃঙ্খলভাবে প্রবেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে পার্কিং করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক দল এবং প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের সদস্যরা ট্র্যাফিক বিভাগকে এ ব্যাপারে সার্বিক সহায়তা করবে।

‘‘বাংলা একাডেমি কর্তৃপক্ষ অমর একুশে বইমেলা উপলক্ষ্যে যানবাহন চলাচল নির্বিঘ্ন করার জন্য ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। এ ব্যাপারে সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।’’

ভারতে বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৮ জানুয়ারি ২০২৬
নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাবি ‘বি’ ইউনিটে সেরা এমএম কলেজের ঐশী, অ-বাণিজ্যে প্রথম শুক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage