ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও দুঃখপ্রকাশ

২৭ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM

© ফাইল ফটো

অধিভুক্ত সরকারি সাত কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানও। রবিবার দিনগত রাত ৩টার দিকে এক বিবৃতিতে তিনি দুঃখপ্রকাশ করে বলেন, এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।

বিবৃতিতে তিনি ধৈর্য ধারণ এবং সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এঅবস্থায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা একান্তভাবে জরুরি। কোনভাবেই তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

উপাচার্য বলেন, সোমবার অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষগণের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। যে সকল বিষয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ সংক্রান্ত অপরাপর বিষয় সরকার কর্তৃক গঠিত কমিটির নজরে এনে তা সমাধানের ব্যাপারে সহযোগিতা  কামনা করা হবে। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এ ঘটনায় দুঃখপ্রকাশ করে সব পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। রাত সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্খিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত।

‘‘আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মাঝে যে উত্তেজনার সূত্রপাত হয়েছে তা প্রশমনের জন্য সব পক্ষকে আমি ধৈর্য ধারণের জন্য আমি আন্তরিক আহবান জানাচ্ছি।’’

দুদকের মামলার গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর
  • ২৮ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় নদীর পাড় কেটে মাটি বিক্রি, ৩ জনের কারাদণ্ড
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামিনে বেরিয়েই বাদীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা, আহত ৭
  • ২৮ জানুয়ারি ২০২৬
দাঁড়িয়ে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, মাদ্রাসাছাত্রীসহ নিহত…
  • ২৮ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পাওয়ার আবেদন কর…
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি— কোন প্রতিষ্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage