ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

২৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট ও নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

রবিবার রাত ১১টা থেকে দীর্ঘ সময় মুখোমুখি অবস্থানের পর সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে এসে জড়ো হওয়া শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের বাসভবন অবরোধের জন্য আন্দোলনরত সাত কলেজ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত সংলগ্ন প্রবেশ পথের বাইরে অবস্থান করলে ভেতরে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এক পর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হঠে বিক্ষোভকারীরারা। প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে অবস্থান করছেন এবং বিক্ষোভকারীরারা নীলক্ষেত বাস স্ট্যান্ডের অপরপাশে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনী দুপক্ষের সাথেই সমঝোতার চেষ্টা করছে।

কিছুক্ষণ পর পর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। ঢাবি শিক্ষার্থীদের লক্ষ্য করে ২ টি ককটেল বিস্ফোরণ করেছে বিক্ষোভকারীরা।

নতুন প্রজন্মকে আদব শেখাতে শেখ সাদীর কবিতার পঙতি পাঠ করলেন ম…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, তিন দিন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোলায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage