ঢাবি প্রো-ভিসি কার্যালয়ে ৭ কলেজ শিক্ষার্থীদের হট্টগোল, ডাকা হলো জরুরি সভা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:১৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কার্যালয়ে বিভিন্ন দাবি নিয়ে যাওয়া অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা হট্টগোল ও মব তৈরি করেছেন। আজ রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
রাতে জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
জানা গেছে, সাত কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আজ বিকেলে শতাধিক শিক্ষার্থী আলোচনা করতে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কার্যালয়ের সামনে যান। এসময় অধ্যাপক ড. মামুন আহমেদ দুই-তিনজন প্রতিনিধিকে তার কার্যালয়ে এসে কথা বলতে অনুরোধ করেন। তবে তার অনুরোধ না রেখেই সবাই কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এসময় ‘মব’ সৃষ্টি হলে ড. মামুন আহমেদ তাদের সঙ্গে আর কথা বলেননি। পরে এর প্রতিক্রিয়ায় সেখান থেকে তারা বেরিয়ে অবরোধ শুরু করেন বলে জানা যায়।
জানতে চাইলে অধ্যাপক ড. মামুন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আমার কার্যালয়ে এসে তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে আসলে আমি দুই-তিনজন প্রতিনিধিকে আসতে বলি। তখন আমার অনুরোধ না রেখেই সবাই কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন এবং সেসময় এক ধরনের মব ক্রিয়েটিং হয়। এজন্য আমি আর কথা বলেনি এবং পরে তারা চলে যায়।
এদিকে, এ ঘটনার পর রাতে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব, শাহবাগ, পুরান ঢাকার তাতীবাজার ও মিরপুর রোড অবরোধ করে। এতে এসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ওই এলাকার পথের যাত্রীরা।