রাবিতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু: মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

২৪ জানুয়ারি ২০২৫, ১০:৩০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগত এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। দুই ঘণ্টা সেখানে তারা অবস্থান নেন। এসময় ক্যাম্পাসের বিনোদপুর গেট দিয়ে কেউ ঢুকতে বা বের হতে পারেননি।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের বিনোদপুর গেট সংলগ্ন সড়কে তারা অবরোধ করেন। এসময় তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

অবরোধকালে ‘আয় রাবি দেখে যা রাজপথে তোর বাপেরা’, ‘প্রক্টরের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘স্থানীয়দের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘বিনোদপুরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এসময় রাজশাহী কলেজের শিক্ষার্থী সুজন বলেন, আমাদের ছোট ভাই শিমুল হত্যার বিচার চাই। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক এবং প্রক্টর স্যারের পদত্যাগ করতে হবে। এটাই আমাদের এক দফা এক দাবি। এই দাবি মানা না হলে আমরা প্রত্যেক দিন এই আন্দোলন চালিয়ে যাব।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রাজশাহী কলেজের শিমুল নামের এক শিক্ষার্থী আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই শিক্ষার্থী কীভাবে মারা গেলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছেন দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছে শিমুল। তবে শিমুলের স্বজনদের দাবি, তাকে পিটিয়ে মারা হয়েছে। এদিকে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ বলছে, পোস্টমর্টেমের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

স্বর্ণের ভরি কি ৩ লাখ ছাড়াবে— দাম বাড়ার নেপথ্যে কী
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন ক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ২৮ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ২৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage