ঢাবির ভর্তি পরীক্ষা : রাবি কেন্দ্রে গাড়ি নিয়ে প্রবেশে যা মানতে হবে
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার অন্যতম একটি কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ঢাবির ভর্তি পরীক্ষা চলাকালীন রাবি ক্যাম্পাসে যানবাহন চলাচলের নির্দেশনাবলি-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অফিস।
২২ জানুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য যানবাহন কাজলা ও বিনোদপুর গেট দিয়ে প্রবেশ করবে এবং বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে বেরিয়ে যাবে।
পশ্চিম পাড়ায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ভর্তি পরীক্ষার দিনগুলোয় পরীক্ষা চলাকালীন তাদের আবাসিক এলাকায় প্রবেশের ক্ষেত্রে শুধু কাজলা গেট ব্যবহার করতে পারবেন এবং আবাসিক এলাকা থেকে প্রস্থানের ক্ষেত্রে প্যারিস রোড হয়ে মেইন গেট এবং রোকেয়া হলের পেছনের রাস্তা (ফ্লাইওভার-সংলগ্ন) ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: ঢাবির হল থেকে গাঁজা ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার
এ ছাড়া কৃষি ও চারুকলা অনুষদে যাওয়ার ক্ষেত্রে মন্নুজান হল, বেগম খালেদা জিয়া হল, জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এবং তুত বাগান সংলগ্ন রাস্তাটি চলাচলের জন্য উম্মুক্ত থাকবে।
তবে চারুকলা গেট সকাল সাড়ে ৯টার পর বন্ধ করা হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় স্টেশন বাজারের রোড হয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
সকাল ১০টায় নির্ধারিত সকল একাডেমিক ভবনগুলোর গেট খুলে দেওয়া হবে। তবে সকাল সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোর দিকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, অটোরিকশাসহ কোনো প্রকার যানবাহন প্রবেশ করবে না।
আরও পড়ুন: বেরোবিতে ২৪ ঘণ্টার জন্য বহিরাগত প্রবেশ নিষেধ
বিজ্ঞপ্তিতে পার্কিংয়ের বিষয়ে বলা হয়, পরীক্ষার্থীদের বহনকারী সব বাস, মিনিবাস জুবেরী অতিথি ভবন-সংলগ্ন মাঠে এবং ব্যক্তিগত গাড়িগুলো সাবাস বাংলাদেশ মাঠে পার্কিং করতে হবে।
শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা এবং পরীক্ষা-সংক্রান্ত কাজে ব্যবহৃত গাড়িগুলো (উপাচার্য, উপ-উপাচার্যদ্ধয়, প্রক্টর ও অন্যান্য) এ নির্দেশনার আওতামুক্ত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।