ঢাবির হল থেকে গাঁজা ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার

গাঁজা ও ডেক্সপোটেন প্লাস ঔষধের খালি বোতল
গাঁজা ও ডেক্সপোটেন প্লাস ঔষধের খালি বোতল  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হল থেকে গাঁজা ও ডেক্সপোটেন প্লাস ঔষধের খালি বোতল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে হলটির পুরাতন লিফট সংলগ্ন ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়। 

জানা যায়, ঢাবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রমজান হোসেন চাঁদ সূর্যসেন হলের নিচতলার পুরাতন লিফট সংলগ্ন ওয়াশরুমে গোসল করতে যান। এসময় তিনি নেশাজাতীয় কিছু দ্রব্য দেখতে পান। পরে হলের কয়েকজন শিক্ষার্থীকে জানালে তারা মাদকগুলো উদ্ধার করেন।  

এ বিষয়ে সূর্যসেন হলের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আজিজুল হক বলেন, ‘শিক্ষার্থীদের সচেতনতার কারণে হলের রুমে নেশা করতে পারছেন না নেশাগ্রস্তরা। ফলে তাদের কেউ হয়তো ওয়াশরুমে গিয়ে নেশা করার চেষ্টা করেন। হল প্রশাসনের সঠিক তদারকি থাকলে ও শিক্ষার্থীরা সচেতন থাকলে হলকে নেশার কবল থেকে মুক্ত রাখতে পারবো আমরা। 

এ ব্যাপারে জানতে চাইলে সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি বিষয়টা ভালোভাবে জানি না। ওই ব্লকের যে হাউজ টিউটর আছেন তাকে বলবো বিষয়টি দেখতে। খতিয়ে দেখার পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence