জাবি শিক্ষক সমিতির নির্বাচনকে রুখে দেওয়ার ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতির (জুটা) নির্বাচন বুধবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। কিন্তু জাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে শিক্ষক সমিতির নির্বাচনকে রুখে দেওয়ার ঘোষণা দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের আগে শিক্ষক সমিতির নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়ে তৌহিদ মোহাম্মদ সিয়াম লেখেন, 'আগামীকাল শিক্ষক সমিতির নির্বাচন। বিগত আমলগুলোতে সবচেয়ে বড় স্টেকহোল্ডার ছাত্র প্রতিনিধিত্ব তৈরি না করেই অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। এবার আর তা হবেনা। ছাত্র সংসদ(জাকসু) এর নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবেনা। আগে জাকসু পরে বাকিসব। কেউ শিক্ষার্থীদের মতের বাইরে গিয়ে জোরপূর্বক কিছু করতে চাইলে ফলাফল ভালো হবেনা।'

অপর এক পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার্থীদের দাবির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে লেখেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লড়াকু, আপোষহীন সকল শিক্ষকদের প্রতি আহ্বান যে তারা শিক্ষার্থীদের প্রাণের দাবি জাকসুর ৩২ বছরের অপেক্ষা ঘুচাতে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াবে। জাকসু না নিশ্চিত করে তারা তাদের সমিতির নির্বাচন থেকে সরে আসবে। এই লড়াইয়ে শিক্ষকসহ সকলকে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান রইলো।'

অন্যদিকে সিয়ামের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন লিখেন, ‘জাবি শিক্ষক সমিতি জাকসু নির্বাচনের জন্য প্রশাসনের কাছে কয়েক দফা দাবি জানিয়েছে। আমরা বাংলাদেশের একমাত্র শিক্ষক সমিতি যারা বিভিন্ন ভাবে আন্দোলনের সাথে ছিলাম। তাছাড়াও, ইতোমধ্যে শিক্ষক সমিতির ১৫ টি পদের মধ্যে ১৪ জন নির্বাচিত হয়েছেন। শুধু একটি পদের নির্বাচন কাল। অধিকন্তু, এই নির্বাচনে প্রশাসনের কোন ধরনের অংশগ্রহণ বা ইনভলবমেন্ট নাই, পুরোপুরি শিক্ষকদের বিষয়। তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ককে ঝুঁকিতে না ফেলে বরং শিক্ষক-শিক্ষার্থী মিলে জাকসু নির্বাচনের জন্য আন্দোলন গড়ে তুলি। আগামী কাল নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে শিক্ষার্থী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।’

এছাড়াও  জাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক নকিব আল মাহমুদ অর্নব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকসু নির্বাচন ও ছাত্র আন্দোলন হামলায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত রাখার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  জাকসু নির্বাচন ব্যতীত শিক্ষক সমিতির মতো অন্য যেকোনো নির্বাচন আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পাঁয়তারা। এছাড়াও জুলাই অভ্যুত্থানে হামলাকারী ও মদদদাতা শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ না করে তাদেরকে নির্বাচন ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া স্পষ্টত হামলাকারী শিক্ষকদের পুনর্বাসন ও বৈধতা প্রদান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাকসু নির্বাচনের স্পষ্ট রূপরেখা ও হামলাকারী শিক্ষকদের বিচার নিশ্চিত না করে  শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত রাখতে হবে। অন্যথায়, কঠোর অবস্থানের হুশিয়ারিও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে

আমিরসহ জামায়াতের ৭ কেন্দ্রীয় নেতাকে নিরাপত্তা দিতে চিঠি
  • ২০ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ খেলা নিয়ে ‘নিশ্চিত না’ লিটনও
  • ২০ জানুয়ারি ২০২৬
নবম পে-স্কেলে সব গ্রেডে বাড়ি ভাড়া বাড়ছে না
  • ২০ জানুয়ারি ২০২৬
এমপি প্রার্থীকে শোকজ নিয়ে যা বলছেন জামায়াতপন্থী চিকিৎসকরা
  • ২০ জানুয়ারি ২০২৬
কত নম্বর পেয়ে ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হলেন তারা
  • ২০ জানুয়ারি ২০২৬
আরেকবার যুবক হয়ে লড়তে হবে: জামায়াত আমির
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9