রাবিতে গাঁজা সেবনরত অবস্থায় ঢাবি শিক্ষার্থীসহ আটক ৩

১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাঁজা সেবনরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৩ জনকে আটক করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সৈয়দ আমীর আলী হলের ১৪৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. লিমন, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাদি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল হক। আশরাফুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৈয়দ আমীর আলী হলের ১৪৩ নম্বর কক্ষের থেকে গাঁজার গন্ধ পাওয়া যায়। পরে হলের কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে ওই তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করেন। পরে প্রক্টর এসে তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা যাচাই করে এবং তাদের পুলিশে দিয়ে দেয়।  

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হারুনর রশিদ বলেন, আবাসিক হলে অনৈতিক কোনো কাজকেই প্রশ্রয় দেওয়া হবে না। যারা অপরাধ করেছে তারা প্রচলিত আইনানুযায়ী শাস্তি পাবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিবে। হল প্রাধ্যক্ষ তাদের হলে সিট বাতিলের বিষয়টি দেখবেন।

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেবে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬