ঢাবির সিনেটে ‘আওয়ামী সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান

১৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© সংগৃহীত

আওয়ামী সমর্থিত শিক্ষকদের নিয়ে সিন্ডিকেটের সভা ডাকায় এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ‘আওয়ামী সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান নিয়ে সিনেট ভবনে প্রবেশ করে শিক্ষার্থীদের একটি দল।

আওয়ামী সমর্থিত শিক্ষকদের নিয়ে সিন্ডিকেটের সভা ডাকায় এসময় তাদের নানা স্লোগান দিতেও দেখা গেছে। এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদেরও দেখা গেছে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়াসহ ৯ জন এখনো সিন্ডিকেট সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকের ভূমিকায় আছে। যে সিন্ডিকেট ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ, হল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফ্যাসিবাদী হাসিনার সহায়কের ভূমিকায় ছিল, সেই সিন্ডিকেট অবৈধ।

তারা আরও বলেন, আজকে সিনেটে অনুষ্ঠিত এই অবৈধ সিন্ডিকেটের সভায় বাধা দেয় ছাত্রদল, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট নানা ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। এই অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী পুনর্বাসন এবং সিদ্ধান্ত গ্রহণ মানেন না।

আবিদুল ইসলাম খান আবিদ নামে কর্মসূচিতে অংশ নেওয়া একজন বলেন, আওয়ামী সমর্থিত শিক্ষকদের রেখে গোপনে এই সিন্ডিকেটের সভা ডেকেছে প্রশাসন। বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা জানতে পেরে বিক্ষোভ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা বলেন, সিন্ডিকেটের সভা চলাকালীন সময়ে বাহিরে শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছে। তবে সিন্ডিকেটের সভায় এর কোনো প্রভাব পড়েনি।

আজ ৫০তম বিসিএসের প্রিলি, শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর …
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ১১ দলের প্রার্থী!
  • ৩০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬