ছাত্রীদের দাবির মুখে মধ্যরাতে জাবির জাহানারা ইমাম হলের প্রভোস্টের পদত্যাগ

২০ অক্টোবর ২০২৪, ১২:৩৮ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM

© টিডিসি ফটো

ছাত্রীদের দাবির মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলের প্রভোস্ট মুরশেদা বেগম। শনিবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপাচার্য বরাবর অব্যাহতির আবেদন পাঠিয়েছেন তিনি।

প্রভোস্ট মুরশেদা বেগম ও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অব্যাহতির আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতির আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে অদ্যাবধি জাহানারা ইমাম হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে প্রভোস্টের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাচ্ছি। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ওই হলের প্রভোস্ট থেকে অব্যাহতির একটি আবেদন পেয়েছি। সশরীরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবির কথা শুনেছি। এখনও আমরা হলে শিক্ষার্থীদের সাথে কথা বলছি। নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবিসমূহের যৌক্তিকতা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬