ইবিতে কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

১৮ অক্টোবর ২০২৪, ১১:২২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তিতে কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ২০ ও ২১ অক্টোবর তাদের ভর্তি কার্যক্রম চলবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে  প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও নাতি-নাতনি, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, হরিজন-দলিত জনগোষ্ঠী (অন্তাজ), শারীরিক প্রতিবন্ধী, খেলোয়াড় ও পোষ্য কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২০ ও ২১ অক্টোবর (রবি ও সোমবার) অফিস চলাকালে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অফিস চলাকালীন সময়ে প্রাপ্ত বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে আনুষঙ্গিক ফি জমাদান রশিদ নিয়ে অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিয়ে ভর্তি ফরমে বিভাগীয় সভাপতি, ডিন ও হল প্রভোস্টের স্বাক্ষরসহ একাডেমিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় ৫ হাজার টাকা জমাকৃত শিক্ষার্থীদের জন্য অবশিষ্ট ভর্তি ও আনুষঙ্গিক ফি বাবদ ‘এ’ ইউনিটের জন্য ২ হাজার ৮৫০ টাকা, ‘বি’ ইউনিটের জন্য ১ হাজার ৩৫০ টাকা, ‘সি’ ইউনিটের ১ হাজার ৮৩০ টাকা ও ‘ডি’ ইউনিটের জন্য ৬ হাজার ৩৫০ টাকা জামা দিতে হবে। এ ছাড়া ডিন অফিস ২৫০, বিভাগ উন্নয়ন ফি ৩০০০ হাজার টাকা ও অনাবাসিক শিক্ষার্থীদের হল সংযুক্তি ও আনুষঙ্গিক ফি বাবদ ৯১৫ টাকা নির্ধারিত রশিদ বইয়ের মাধ্যমে অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিতে হবে।

আরও পড়ুন: শিক্ষক সমিতির কার্যালয় ঘেরাও ইবি শিক্ষার্থীদের

এ ছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি, মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান পাসের একাডেমিক ট্র্যান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি, জন্মনিবন্ধনের সত্যায়িত ফটোকপি, মা-বাবার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিভাবকের আয়ের সনদ, জিএসটিতে ৫০০০ টাকা জমাকৃত ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষরিত একনলেজমেন্ট স্লিপের ফটোকপি ভর্তি ফরমের সঙ্গে সংযুক্ত করতে হবে। তবে ‘ডি’ ইউনিটের ভর্তি ফরমের সঙ্গে অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট (ফেরতযোগ্য) জমা দিতে হবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd)-তে পাওয়া যাবে।

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলে…
  • ৩০ জানুয়ারি ২০২৬