৫ মাস না যেতেই রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির পদত্যাগ

ড. মো. শরিফুল ইসলাম
ড. মো. শরিফুল ইসলাম  © সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে লেখা আছে, আমি গত ৩ মে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির দায়িত্ব নিয়েছিলাম। ব্যক্তিগত কারণে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব নয়। এমতাবস্থায় আজ ২৪ সেপ্টেম্বর অপরাহ্ন থেকে বিভাগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।

আরও পড়ুন: রাবির নবীন শিক্ষার্থীকে র‌্যাগিং, আবরারের মতো মারার হুমকি

পদত্যাগের কারণ জানতে ড. মো. শরিফুল ইসলামকে কল দিলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেও দেখা করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মকলেছুর রহমান বলেন, আমরা পদত্যাগপত্রটি পেয়েছি। এটা এখন উপাচার্য বরাবর পাঠানো হবে। উপাচার্য এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। পরবর্তীকালে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ