ঢাবি কলা অনুষদের ডিনের পদত্যাগ, মোনাজাত দিয়ে বিদায় জানালেন শিক্ষার্থীরা

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির ডিনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের সময় অধ্যাপক আব্দুল বাছিরকে নিয়ে কোরআন তেলাওয়াত এবং হাত তুলে দোয়া করেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ পত্রে সাক্ষর করেন অধ্যাপক আব্দুল বাসির। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে অধ্যাপক আব্দুল বাছির মৌখিক পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি পদত্যাগ পত্রে সাক্ষর করেন। 

এর আগে দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা কলা অনুষদের সামনে এবং ভিতরে পদত্যাগের দাবিতে মিছিল করে। শিক্ষার্থীদের অভিযোগ তিনি পালাতক ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছিলেন এবং শিক্ষার্থীদের উপর হামলা হলেও কোন প্রতিক্রিয়া জানাননি। এছাড়া গত শবে বরাতের বটতলায় কোরআন তেলাওয়াত করায় জবাবদিহি করে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করার সময় অধ্যাপক আব্দুল বাছির বলেন, আমি নিজ থেকেই আজ পদত্যাগের জন্য প্রস্তুত ছিলাম। আমি শিক্ষার্থীদের বিপক্ষে যেতে চাইনি,কোরান তেলোয়াত নিয়ে শিক্ষার্থীদেরকে চাপের মুখে জবাবদিহি করতে হয়েছে। তিনি জানান প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা থেকে তাকে চাপ দেওয়া হয়েছে। পূর্বে কোরআন তেলাওয়াতে বাধা দেয়ার জবাব দেওয়ার জন্য শিক্ষার্থীরা ডিন অধ্যাপক আব্দুল বাছিরের রুমে কোরান তেলোয়াত করেন, এবং সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করেন। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক বটতলায় রমজান মাসকে স্বাগত জানিয়ে চলতি বছরের গত ১০ মার্চ কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একদল শিক্ষার্থী। পরে এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের শোকজ করেন সদ্য পদত্যাগ করা কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাসির।

সেই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে এ শিক্ষক। ৫ আগষ্ট শেখ হাসিনার পদত্যাগের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ ঢাবি উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল। প্রশাসনে অবস্থান দূর্বল হয়ে পড়ে আওয়ামী পন্থী শিক্ষকদের।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence