রাবির হলে ছাত্রলীগের ব্লকে মিলল অস্ত্র-মদের বোতল

১৪ আগস্ট ২০২৪, ০৯:২৩ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
রাবির হল থেকে উদ্ধার করা অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী

রাবির হল থেকে উদ্ধার করা অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হল ও মতিহার হলে ছাত্রলীগের ব্লকে তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে হল প্রশাসন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের ব্লকে অস্ত্র আছে সন্দেহে তল্লাশি চালানোর দাবি তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এ দুটি হলে অভিযান চালান তারা। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, প্রথমে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি শুরু করলে পলিটিক্যাল ব্লকের প্রতিটি রুম থেকে বের হয়ে আসতে থাকে রামদা, চাপাতি, চাকু, কাটারিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এছাড়া বিপুল পরিমাণ রড, পাইপ, বিদেশি মদের বোতল পাওয়া গেছে। 

মতিহার হলে অভিযান চালালে এমনসব অস্ত্র ছাড়াও ছাত্রলীগ নেতাদের রুম থেকে নারীদের গোপন পোশাক পাওয়া যায়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র হল প্রশাসনের কাছে জমা দেন শিক্ষার্থীরা। আর হল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসব উদ্ধারকৃত দেশীয় অস্ত্র হস্তান্তর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান সজীব বলেন, ‘আমরা হল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করি। এ পর্যন্ত দুটি হল অভিযান শেষে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল অস্ত্র ও মদের বোতল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। এক এক করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে অভিযান চালানো হবে। শিক্ষাঙ্গনকে অস্ত্রমুক্ত করাই আমাদের লক্ষ্য। তাদের এ অভিযান চলমান থাকবে।’ 

আরো পড়ুন: রেজিস্ট্যান্স উইকে চার দাবিতে আজ যেসব কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সমন্বয়করা আশঙ্কা করছিল হলগুলোতে বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করতে চায় এমন দাবি আমাদের জানায়। আমি এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করেছি। আমিও চাই আমার হল অস্ত্রমুক্ত হোক এবং হলে শিক্ষার পরিবেশ বজায় থাকুক।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ বলেন, ‘শিক্ষার্থীদের আহবানে সাড়া দিয়ে আমরা দু’টি হলে অভিযান চালাই। সেখান থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি
  • ১১ জানুয়ারি ২০২৬
এক-এগারোবিরোধী ছাত্রদল নেতারা কেমন আছে?
  • ১১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে ছাত্রদলের খাবা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাড়ি নির্মাণকালে মাটি নিচে মিলল মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9