রাবির ‘এ’ ইউনিটের সপ্তম মেধাতালিকার ভর্তি সাক্ষাৎকার স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত 'এ' ইউনিটের সপ্তম মেধাতালিকা, বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতী-নাতনী কোটার দ্বিতীয় মেধাতালিকা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার দ্বিতীয় মেধাতালিকা এবং প্রতিবন্ধী কোটার চতুর্থ মেধাতালিকার সাক্ষাৎকার আগামী ২-৪ জুলাইয়ে নেওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণ দেখিয়ে তা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

রোববার (৩০ জুন) রাতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. এক্রাম উল্যাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে কবে নাগাদ তাদের সাক্ষাৎকার নেওয়া হবে সে বিষয়েও বলা হয়নি। পরবর্তী নির্দেশনা না দেওয়া অবধি তা স্থগিতই থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জুন প্রকাশিত সপ্তম মেধাতালিকা, বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতী-নাতনী কোটার দ্বিতীয় মেধাতালিকা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার দ্বিতীয় মেধাতালিকা এবং প্রতিবন্ধী কোটার চতুর্থ মেধাতালিকায় নির্বাচিত ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ২ জুলাই থেকে ৪ জুলাই অনুষ্ঠিতব্য ভর্তি ও সাক্ষাৎকার কার্যক্রম পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। ভর্তির পরিবর্তিত তারিখ admission.ru.ac.bd ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

 

সর্বশেষ সংবাদ