জাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৯:২৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৪, ০৯:২৮ PM
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণাসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।
রবিবার (৩০ জুন) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহেদ রানা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আপনারা সকলেই অবগত আছেন যে, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ও প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে৷ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সমিতি সকল সহকর্মীবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ০১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে৷
এছাড়া বিবৃতিতে ১৩টি কর্মসূচি উল্লেখ করা হয়৷ কর্মসূচিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস বন্ধ থাকবে৷ অনলাইন, সান্ধ্যকালীন ক্লাস, শুক্র ও শনিবারের উইকেন্ড কোর্সের ক্লাস বন্ধ থাকবে৷ কোনো পরীক্ষা (মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষা) অনুষ্ঠিত হবে না৷
বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ বিভাগীয় অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগার বন্ধ রাখবেন, নবীন বরণ অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণ করবেন না, কোনো সিলেকশন বোর্ডের সভায় যোগদান করবেন না৷ অ্যাকাডেমিক কমিটি, পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হবে না৷
বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ডিন অফিস, ভর্তি পরীক্ষাসহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখবেন৷ বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ ইনস্টিটিউটের অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখবেন৷ বিভিন্ন গবেষণা সেন্টারের পরিচালকগণ কোনো সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপের কর্মসূচি গ্রহণ করা থেকে বিরত থাকবেন৷ বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ প্রাধ্যক্ষ অফিস বন্ধ রাখবেন৷ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক গ্রন্থাগার বন্ধ রাখবেন।
উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৫, ২৬ ও ২৭ জুন অর্ধদিবস এবং ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।