চবিতে না থেকেও বেতন-ভাতা গ্রহণের খবরের প্রতিবাদ অধ্যাপক ইদ্রিস আলমের

ড. ইদ্রিস আলম
ড. ইদ্রিস আলম  © ফাইল ছবি

দ্যা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত ‘চাকরি করেন দুবাইয়ের বিশ্ববিদ্যালয়ে, বেতন-ভাতা তোলেন চবি থেকেও’—শীর্ষক ওই প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক ড. ইদ্রিস আলম। মঙ্গলবার (১৪ মে) তিনি এ প্রতিবাদ জানান।

প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগ এবং শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অভিযোগ ছাড়াই শিক্ষাদান এবং গবেষণায় অবদানের জন্য বেতন পেয়েছিলেন তিনি।  এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেতন বিতরণ কঠোর অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, কাজের জন্য প্রতিষ্ঠান থেকে মাসিক বেতন দেওয়া হয় বলেও জানান তিনি।

আরও পড়ুন: চাকরি করেন দুবাইয়ের বিশ্ববিদ্যালয়ে, বেতন-ভাতা তোলেন চবি থেকেও

একই সাথে ইদ্রিস আলম বিদেশি প্রতিষ্ঠান থেকে যে আর্থিক সুবিধা পেয়েছিলেন তা ডলার সংকটকালে বাংলাদেশের রেমিট্যান্সে অবদান রাখে বলেও দাবি করেন।


সর্বশেষ সংবাদ