কিউএস র‍্যাঙ্কিংয়ে বুয়েট-ঢাবি-এনএসইউ-ব্র্যাক ও বাকৃবির ১৭ সাবজেক্ট

১৩ এপ্রিল ২০২৪, ১১:৪৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
বুয়েট-ঢাবি-এনএসইউ-ব্র্যাক ও বাকৃবির লোগো

বুয়েট-ঢাবি-এনএসইউ-ব্র্যাক ও বাকৃবির লোগো © টিডিসি ফটো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এবারের (২০২৪) বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। বুধবার (১০ এপ্রিল) কিউএস তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

এবারের র‍্যাঙ্কিংয়েও আলাদা দুটি ক্যাটাগরি করা হয়েছে। প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট এরিয়া) ক্যাটাগরিতে পাঁচটি বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আর্টস অ্যান্ড হিউমেনিটিস, লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ও ন্যাচার সায়েন্স। এই ক্যাটাগরিতে দেশের শুধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্থান পেয়েছে। 

তাছাড়া নির্দিষ্ট বিষয় (স্পেসিফিক সাবজেক্ট) ক্যাটাগরিতে এবার ৫৫টি আলাদা আলাদা বিষয় রয়েছে। এই ক্যাটাগরিতে স্থান পেয়েছে বাংলাদেশের ৫ বিশ্ববিদ্যালয়। যেখানে ১৭টি সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। এসব বিশ্ববিদ্যালয় হচ্ছে-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট (৬টি সাবজেক্ট), ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি (৬টি সাবজেক্ট), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এনএসইউ (৩টি সাবজেক্ট), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (১টি সাবজেক্ট) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবি (১টি সাবজেক্ট)।

এ বছর বিশ্বের ৯৫টি দেশের মোট ১ হাজার ৫৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ হাজার ৪০০টির বেশি একাডেমিক প্রোগ্রামের মর্যাদা ও গবেষণাকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে র‍্যাঙ্কিংয়ে স্থান দেওয়া হয়েছে।

এবারের র‍্যাঙ্কিংয়ে প্রধান বিষয়ে (ব্রড সাবজেক্ট এরিয়া) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৬৪ দশমিক ৫ স্কোর নিয়ে ৩০৫তম স্থানে আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১-৫৫০ এর মধ্যে।

সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪৫১-৫০০ এর মধ্যে। আর আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১-৫৫০ এর মধ্যে।

অন্যান্য ক্যাটাগরিগুলো হলো-লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ও ন্যাচারাল সায়েন্স। এই ২ ক্যাটাগরিতে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।

অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন সিস্টেম সাবজেক্টে ৪৫১-৫০০তম অবস্থানে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ৬০১-৬৫০ অবস্থানে এবং নর্থ সাউথ ৬৫১-৭০০ মধ্যে রয়েছে।

ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে বুয়েট ৩৫১-৪০০ অবস্থানে। ইঞ্জিনিয়ারিং-পেট্রোলিয়াম সাবজেক্টে বুয়েট ১০১-১৫০ এর মধ্যে এবং মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল এবং ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে বুয়েটের অবস্থান ৩৫১-৪০০ এর মধ্যে।

আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ক্যাটাগরির স্থাপত্য ও বিল্ড এনভায়রনমেন্ট সাবজেক্টে বুয়েটের অবস্থান ২০১-২৪০ এর মধ্যে।

লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরির মেডিসিন সাবজেক্টে ঢাবির অবস্থান ৬০১-৬৫০ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৭০১-৭২০ এর মধ্যে। আর এগ্রিকালচার ও ফরেস্ট্রি সাবজেক্টে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৫১-৪০০ এর মধ্যে।

ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরির এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্ট ঢাবির অবস্থান ৫০১-৫২০ এর মধ্যে। আর ফিজিক্স ও অ্যাস্ট্রোনমি সাবজেক্ট বুয়েটের অবস্থান ৬০১-৬৪০ এর মধ্যে।

সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরির ইকোনোমিকস ও ইকোনোমেট্রিক্স সাবজেক্টে ঢাবির অবস্থান ৩০১-৩৫০ এর মধ্যে এবং নর্থ সাউথের অবস্থান ৪৫১-৫০০ এর মধ্যে। 

বিজনেস এবং ম্যানেজমেন্ট স্ট্যাডিজ সাবজেক্টে ঢাবির অবস্থান ৩৫১-৪০০ এর মধ্যে এবং নর্থ সাউথও একই অবস্থানে ৩৫১-৪০০ এর মধ্যে। আর একাউন্টিং ও ফিন্যান্স সাবজেক্টে ঢাবির অবস্থান ৩০১-৩৫১ এর মধ্যে।

প্রসঙ্গত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র‍্যাঙ্কিং ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে ‘সেরা বিশ্ববিদ্যালয়ের’ তালিকা প্রকাশ করছিল; ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। এরপর থেকে এককভাবেই র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে তারা। 

কিউএস বছরের বিভিন্ন সময়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং বাই সাবজেক্ট, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং রিজিয়নসহ একাধিক র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে। কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‍্যাংকিংগুলোর একটি মনে করা হয়।

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9