একুশে বইমেলায় চবি শিক্ষার্থী আমিনীর চতুর্থ গ্রন্থ ‘অনিঃশেষ বিভ্রম’
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৯ AM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহরাব আল আমিনী। তার প্রকাশিত চতুর্থ গ্রন্থ 'অনিঃশেষ বিভ্রম' এবারের 'অমর একুশে বইমেলা ২০২৪'-এ পাওয়া যাচ্ছে। গ্রন্থটি আদী প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এবারের বইমেলার ৬৫৪ ও ৬৫৫ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
তার প্রকাশিত চতুর্থ গ্রন্থটি ঐতিহাসিক সত্যতা, দর্শন, বিজ্ঞান, নৈতিক উদ্দেশ্যবাদ, রিয়্যালিটি, মেটাফিজিক্যাল ট্রু ইত্যাদি জ্ঞানের শাখার সমন্বয়ে কগনিটিভ প্রোসেস এর মাধ্যমে জীবনদর্শন নিয়ে লেখা হয়েছে। কোন কিছু আরোপ না করে চিন্তার বাঁধ খুলে জ্ঞানতাত্ত্বিক ও ন্যায়নিষ্ঠভাবে ভাবতে ও নিজেকে আবিষ্কার করার উৎসামূলক গঠনপ্রণালীর এই গ্রন্থটি। গ্রন্থটির সমালোচনা ও পরামর্শ লেখকের কাছ থেকে উন্মুক্ত।
আমিনী উচ্চমাধ্যমিক পড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৭তম মেধাস্থানসহ বিভিন্ন ইউনিটে মেধাতালিকায় উত্তীর্ণ হন। তবে উচ্চশিক্ষার জন্য বেছে নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে।
আমিনী জানায় তার ভালো লাগার বিষয়বস্তু- ধর্মতত্ত্ব, বিজ্ঞান, ইতিহাস, দর্শন ও সাহিত্য। ইতিপূর্বে তিনি লিখেছেন ‘সত্যান্বেষণ’ এবং ‘স্বভাবসিদ্ধ স্বাস্থ্যবিধি’ ও ‘নারী’ নামে আরো তিনটি গ্রন্থ।