চবির সপ্তম মেধাতালিকা প্রকাশের দাবি ভর্তিচ্ছুদের

চবিতে ভর্তির জন্য অপেক্ষমান শিক্ষার্থীদের মানববন্ধন
চবিতে ভর্তির জন্য অপেক্ষমান শিক্ষার্থীদের মানববন্ধন  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে তিন শতাধিক আসন ফাঁকা রেখে মেধাতালিকা প্রকাশ বন্ধের প্রতিবাদ জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ফাঁকা আসনে সপ্তম মেধাতালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন তারা। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্বিবদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন ভর্তির জন্য অপেক্ষমান শিক্ষার্থীরা।

মানববন্ধনে ‘ডি’ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থী আবিদ হোসাইন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চ এবং গুণগত শিক্ষার অন্যতম ক্ষেত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। কঠোর পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করলেও সপ্তম মেধাতালিকা প্রকাশ না করায় উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

এ অবস্থায় তাদের জীবন নানা রকম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘উপাচার্যের কাছে বিনীত নিবেদন থাকবে, পরবর্তী মেধাতালিকা প্রকাশ করে আমাদের সুন্দর ভবিষ্যত তৈরি করার সুযোগ করে দেবেন।’

‘এ’ ইউনিট থেকে উত্তীর্ণ নানজিবা নাওয়ার বলেন, ‘অপেক্ষমাণ তালিকার কয়েকজন পরই আমার অবস্থান। এ-ইউনিটে ১০৫টি সিট খালি থাকায় আমি নিশ্চিত ছিলাম সপ্তম মেরিটে সাবজেক্ট আসবে। কিন্তু মেধাতালিকা দেওয়ার সম্ভাবনা না থাকায় আমি দুশ্চিন্তায় রয়েছি।’

তিনি বলেন, ‘আরও কয়েক জায়গায় চান্স পাওয়ার পরও ভর্তি হইনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ব বলে।’ এ সময় মেধাতালিকা প্রকাশের অনুরোধ জানান তিনি।

আরো পড়ুন: অসামঞ্জস্যতার অভিযোগে স্থগিত কুবির স্কলারশিপের তালিকা

ভর্তিচ্ছুরা জানান, তারা স্মারকলিপি নিয়ে সচিবের কাছে গেলে তিনি উপাচার্যের কাছে পাঠিয়েছেন। তবে উপাচার্যের পার্সোনাল সেক্রেটারি স্মারকলিপি নেবেন বলে জানান। এভাবে তারা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

উল্লেখ্য, চবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হয় গত ২৩ সেপ্টেম্বর। পরে চূড়ান্ত ভর্তি ও মাইগ্রেশনের তালিকা দেওয়া হয় ৩০ সেপ্টেম্বর। চূড়ান্ত এ তালিকা থেকে দেখা যায়, আট ইউনিট ও উপ-ইউনিটে ৩০০টির বেশি আসন আসন খালি রয়েছে।

তবে দু’মাস হতে চললেও সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না। এ নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence