চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিংয়ে নিতে কমিটি করেছি: ভিসি

১৮ নভেম্বর ২০২৩, ১০:৩৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত চবির ৫৮তম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত চবির ৫৮তম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, দায়িত্ব নেওয়ার পরে আমাদের রিসার্চ সেলে খুব ভালো মানের লেখা বেরিয়েছে। কিন্তু আমাদের আইসিটি সেল দুর্বল হওয়ার কারণে তেমন কোন প্রচার-প্রচারণা হয়নি।

আজ শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত চবির ৫৮তম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভিসি।

চবি ভিসি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের লক্ষ্য ছিল, বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়কে একটি মানে নিতে চেষ্টা করেছি। দায়িত্ব নেওয়ার পরে আমাদের রিসার্চ সেলে খুব ভালো মানের লেখা বেরিয়েছে। আমাদের আইসিটি সেল দুর্বল হওয়ার কারণে আমাদের তেমন কোন প্রচার-প্রচারণা হয়নি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিংয়ে নিতে আমরা কমিটি করেছি। এবছরই বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে যেতো। কিন্তু বেশকিছু তথ্যের অপ্রতুলতার কারণে আমরা এ বছর র‌্যাঙ্কিংয়ে যেতে পারিনি। আমরা সবাই একসাথে কাজ করলে বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে। র‌্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য সকলের সাহায্য কামনা করছি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-ভিসি অধ্যাপক বেনু কুমার দে।

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আবদুল করিম। সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন এফবিসিসিআই এর সভাপতি ও চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এবং বিশিষ্ট স্থপতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. শামসুল ওয়ারেস।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মজনুর কোটি টাকার স…
  • ০৪ জানুয়ারি ২০২৬
যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৪ জানুয়ারি ২০২৬
কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আ'লীগ নেতার মৃত্যু
  • ০৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে আইপিএলের সম্প্রচার!
  • ০৪ জানুয়ারি ২০২৬
মিডিয়ায় থাকা ফ্যাসিবাদের দোসররা বিপ্লবীদের ভিলেন বানাচ্ছে: …
  • ০৪ জানুয়ারি ২০২৬
ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী মিন্টুর ৫০৭ কোটি টাকার সম্পদ
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!