ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ১২:৫১ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ১২:৫৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে পাঁচটি ককটেল ফাটানোর ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে এর সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার তফসিল ঘোষণার পর ছাত্রলীগের আনন্দ মিছিলের পর রাত ১০টা নাগাদ টিএসসিতে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা দু’জনকে সন্দেহ করে মারধর করে পুলিশে দেয়।
আরো পড়ুন: ঢাবিতে ‘হাইকমান্ডের’ নির্দেশনার অপেক্ষায় ছাত্রদল, সতর্ক ছাত্রলীগও
পরবর্তীতে তদন্ত করে দেখা যায়, আটককৃত কেউই ককটেল বিস্ফোরণের সাথে জড়িত নয়। পরবর্তীতে তাদেরকে রাতেই ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। যদিও এ ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদল একে অন্যকে দায়ী করেছিল।