অবরোধ পালনে চবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা

চবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা
চবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা  © সংগৃহীত

অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের পাশে মদনহাটে টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করতে দেখা যায় চবি ছাত্রদলের নেতা-কর্মীদের।  

সোমবার (১৩ নভেম্বর) রাতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সভাপতি মো. আলাউদ্দিন মহসিন। 

এবিষয়ে চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদারকে একাধিকবার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

afd0b6c7-7eb9-4f17-8dd5-87fe2d74e4b3

তালা লাগানো নিয়ে ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন মহসিন বলেন, দেশ বাঁচানো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এর দাবিতে জনগণকে সাথে নিয়ে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেছি।

708021a1-9077-4f38-b75c-c1ed29abfb88

অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছি।  আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে সব ধরনের নিপীড়ন প্রতিহত করতে প্রস্তুত। আমরা শিগগির সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence