বঙ্গবন্ধুর সমাধিসৌধে ঢাবির নতুন ভিসির পুষ্পস্তবক অপর্ণ

বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে মোনাজাত করে ঢাবি ভিসি
বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে মোনাজাত করে ঢাবি ভিসি  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ভিসি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে এখানে আসেন তিনি। এসময় জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতও করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ ছয় শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। 

জানা যায়, আজ সকাল সাড়ে সাতটায় ক্যাম্পাস থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বেলা ১১টা নাগাদ সেখানে পৌঁছার পর বেলা ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে, বেলা সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করছেন বলে জানা গেছে।

গত ৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এর আগে অক্টোবরের মাঝামাঝি সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদে সাময়িকভাবে নিয়োগ পান তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!