বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জাবি ছাত্রলীগের বিক্ষোভ
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৭:১০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা চলমান হরতাল, অবরোধ, আগুন সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) থেকে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে জয়বাংলা গেইট (প্রান্তিক গেইট) হয়ে চৌরঙ্গী এলাকায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন বলেন, ‘বিএনপি-জামায়াতের সকল অপচেষ্টা রুখে দিতে ছাত্রলীগ রাজপথে সদা জাগ্রত আছে। বিএনপি অবরোধের নামে যে সহিংসতা চালিয়েছে, তার কারণে দেশের মানুষ তাদের সাথে নেই। তারা অবরোধের নামে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নস্যাৎ করার চেষ্টা করলে রাজপথে মোকাবেলা করা হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আগামীতেও দেশের ভাগ্য পরিবর্তনে নেতৃত্ব দিবেন। হরতাল-অবরোধের নামে নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র না করে, নির্বাচনে এসে আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করুন।’
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘দেশের জনগণ বিএনপি-জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই নির্বাচনকে প্রতিহত করে তারা ভিন্ন পন্থায় ক্ষমতায় যেতে চায়। তবে তাদের হুশিয়ারি দিয়ে বলতে চাই, আপনাদের কোন এজেন্ডা বাস্তবায়ন হবে না। দেশের সাধারণ মানুষ শেখ হাসিনার পাশে আছে। ফলে বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণ আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।’