জাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের জনসংযোগ কর্মসূচি

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম  © সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসংযোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

সোমবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের লিফলেট বিতরণ করেন তারা। 

লিফলেটে নেতৃবৃন্দ জানান, গণ-মানুষের ভোট ও ভাতের অধিকার হরণকারী সরকারের রক্তচক্ষু ও জুলুম উপেক্ষা করে যে সব সাহসী মুক্তিকামী জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন তাদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে সিপাহি-জনতা বন্দী অবস্থা থেকে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে দেশকে এক চরম নৈরাজ্যজনক পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন। 

তারা আরও বলেন, ১৯৭১ এ জাতির চরম ক্রান্তিলগ্নে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়া বীর সেনানী আবারো ১৯৭৫ এর ৭ নভেম্বর স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ করেছিলেন পুরো দেশবাসীকে। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রাম করে আসছে বিএনপি।

এসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান বলেন, আমরা অবরোধের সমর্থনে লিফলেট বিতরণ করছি। এই সরকার রাতে ভোট ছিনতাই করেছে। তাই ভোটের অধিকার ফিরে পাবার আশা এবং অবরোধের সমর্থনে গণসংযোগ করছি। ছাত্রদলের বেশ কিছু নেতা কর্মীকে বাসা থেকে তুলে এনে নির্যাতন করা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি ।

অবরোধ সফল হয়েছে জানিয়ে তিনি বলেন, সমাজবিজ্ঞান অনুষদে ঘুরে এখন পর্যন্ত ডিন ব্যতীত অন্য কোন শিক্ষককে খুজে পাইনি। ডিপার্টমেন্টগুলোতে শিক্ষকের উপস্থিতি নেই।

এসময় শিক্ষকরা আরও জানান, আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের ঘোষণা দিবে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ধোকা দেয়ার চেষ্টা করা হলে দেশি-বিদেশি সকল গণতন্ত্রকামী মানুষকে তা সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানাই।


সর্বশেষ সংবাদ