প্রধানমন্ত্রী কন্যার সাফল্য কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবৃতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৩ AM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ০৯:০৮ AM
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক (আরডি) পদের জন্য বাংলাদেশের আনুষ্ঠানিক প্রার্থী হওয়ায় প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদের সাফল্য কামনা করে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিবৃতিতে বলা হয়, এটা আমাদের জন্য গর্বের বিষয় যে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক (আরডি) পদের জন্য বাংলাদেশের আনুষ্ঠানিক প্রার্থী। এই অঞ্চলের আঞ্চলিক পরিচালক হলে তিনি একজন জনস্বাস্থ্য কূটনীতিক হিসাবে একটি বিশিষ্ট ভূমিকা পালন করবেন। তার দায়িত্বগুলির মধ্যে থাকবে ১১ সদস্য দেশের স্বাস্থ্য খাতে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা এবং ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা বাস্তবায়ন করতে তাদের সাথে একসাথে কাজ করা। তিনি ফ্ল্যাগশিপ প্রকল্পের সংখ্যা সম্প্রসারণের জন্য সদস্য রাষ্ট্রগুলির সাথে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচিত হলে, তিনি বর্তমান বাস্তবতা ও চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যগত ব্যবধান মেটাতে সদস্য রাষ্ট্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষমতা জোরদার করার উদ্যোগ নেবেন এবং প্রান্তিক ও দুর্বল গোষ্ঠীর জন্য কাজ করবেন।
উল্লেখ্য, সায়মা ওয়াজেদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন। যার স্বীকৃতিস্বরূপ, বিশ্ব সংস্থা কর্তৃক ২০১৪ সালে ডব্লিউএইচ ও অ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এসইএআরও'র আঞ্চলিক পরিচালক হিসেবে মনোনীত করে।