জাবিতে শিক্ষার্থীকে কক্ষ ছাড়া করতে মারধরের অভিযোগ

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
অভিযুক্ত  ৫ শিক্ষার্থী

অভিযুক্ত ৫ শিক্ষার্থী © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ রাসেল হলের দ্বিতীয় বর্ষের (৫০তম ব্যাচ) এক শিক্ষার্থীকে কক্ষ ছাড়া করতে মাদক ও উচ্চস্বরে গান বাজিয়ে উৎপাত এবং বন্ধুদের ডেকে এনে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। 

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে হলের ৮১৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী মো: মাহিবি রহমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) ও শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- ৪৮ ব্যাচের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রিতম সাহা ও প্রকাশ মিত্র, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মাহবুব রহমান উৎসব, নৃবিজ্ঞান বিভাগের মির্জা তৌফিক রায়হান এবং ৪৯ ব্যাচের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান পরশ।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত প্রিতম সাহা, মো. মুশফিকুর রহমান ওরফে পরশ এবং মো: মাহবুব রহমান ওরফে উৎসব ও মির্জা তৌফিক রায়হান কে রুমে ডেকে নিয়ে আসে। তারা রুমে ঢোকার সাথে সাথেই পরশ ভুক্তভোগী মাহিবি রহমানকে সজোরে দুটি থাপ্পড় মারে। এর ঠিক পরেই উৎসব ভুক্তভোগীকে পরিবার তুলে গালি দিয়ে আবারও সজোরে থাপ্পড় মারে। এ ঘটনার বিষয়ে প্রভোস্টকে কোনো অভিযোগ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুমকি দেন তারা। এর আগেও এবছরের ৩০ জানুয়ারী ১৫ থেকে ২০ জনকে নিয়ে এসে রুম ছেড়ে দেওয়ার জন্য হুমকি প্রদান করেছিল।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ৩০ জানুয়ারি চালু হয় নবনির্মিত শেখ রাসেল হল। প্রথম দিন শিক্ষার্থীদের হলে ওঠানোর সময় নামের পাশে কক্ষ নং উল্লেখ করে বরাদ্দ দেওয়া হয় এবং নিজ নামীয় বরাদ্দকৃত কক্ষে ওঠার জন্য হল প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। তবে প্রিতম ও প্রকাশের ৭২২ ও ১০২৪ নং কক্ষে বরাদ্দ থাকলেও একসাথে থাকার সুবিধার্থে নিজ বিভাগের দুই জুনিয়র শিক্ষার্থীকে বের করে তারা ৮১৬ নং কক্ষে এসে উঠেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মাহিবি রহমান বলেন, 'আমাদের পরীক্ষা এসাইনমেন্ট থাকলেও তার ধূমপান ও উচ্চস্বরে গান বাজায়। আমরা প্রতিবাদ করলেও কর্ণপাত করেনা। তাদের খারাপ ব্যবহার ও হুমকির জন্য আমরা সবসসময় মানসিক যন্ত্রণায় থাকি। আমাদের পরীক্ষার আগের দিন তারা ইচ্ছাকৃতভাবে বন্ধুবান্ধবকে ডেকে এনে সাউন্ডবক্সে গান বাজায় ও বিরক্ত করে। তাই সেদিন আমাকে ভিডিও বন্ধ করতে বললেও আমি শুনিনি। ফলে তারা অন্য বন্ধুদের ডেকে এনে আমাকে মারধর করে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে মুশফিকুর রহমান পরশ বলেন, 'একসাথে খেলাধুলা করার কারণে প্রিতম ভাইয়ের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল। গতকাল রাতে ভাই যখন জানালেন ঐ রুমমেট জুনিয়র তার কথা শুনছে না, তখন আমরা গিয়ে তাকে সতর্ক করেছি ও বুঝিয়েছি। এ সময় তার গায়ে হাত তোলার মতো কোন ঘটনা ঘটেনি।'

আরেক অভিযুক্ত প্রিতম সাহা বলেন, 'মাহিবি জুনিয়র হওয়া সত্ত্বেও তার আচরণে যথেষ্ট সমস্যা ছিল। আমরা রুমে ধুমপান করি সত্য, তবে অন্য মাদক সেবন করি না। তাকে জোরে ভিডিও ছাড়তে নিষেধ করেছি। সে না শোনায় আমার বন্ধুরা তাকে উচ্চস্বরে ধমক দিয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি। 

জানতে চাইলে হল প্রভোস্ট ড. তাজউদ্দিন শিকদার বলেন, ‘গতকাল রাতেই তারা আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে। আজ তাদের লিখিত অভিযোগপত্র হাতে পেয়েছি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমি ওয়ার্ডেন ও হলের কর্মকর্তাদের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি। মারধরের ঘটনা ঘটে থাকলে আমরা ব্যবস্থা নেব।'

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9