ঢাবি ভিসির বাসভবনে পেশাজীবি সমন্বয় পরিষদের সভা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১১:১৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে আওয়ামী লীগ পন্থী পেশাজীবি সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে উপাচার্যের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল পেশাজীবি সংগঠন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।