১৫ আগস্ট পুরো বাংলাদেশকে হত্যার চেষ্টা হয়েছিল: প্রতিমন্ত্রী শাহরিয়ার

২২ আগস্ট ২০২৩, ১১:১১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম © টিডিসি ফটো

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা চেষ্টার মাধ্যমে বাংলাদেশকে হত্যার চেষ্টা করা হয়। পাকিস্তান থেকে গোলা বারুদ কিনে আনা হয়েছিলো এবং পুরো বাংলাদেশকে হত্যার চেষ্টায় তারা সফলও হয়েছিলো।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) রাত ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগ কর্তৃক আয়োজিত 'শোক থেকে শক্তির অভ্যুদয় স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো দেশের রুপকার, কোনো দেশের প্রতিষ্ঠাতাকে সপরিবারে হত্যার নজির আমি আর দেখিনি।

এসময় তিনি বলেন, আজকে যে শোক থেকে শক্তির অভ্যুদয় শীর্ষক আলোচনা সভা, শোককে শক্তিতে রূপান্তর করেছিলেন সবার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে সেই শক্তির ভিত্তিতেই বাংলাদেশকে নবরূপ দিয়েছেন শেখ হাসিনা।

এসময় তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশকে যে অবস্থানে নিয়ে গেছেন, যে গতিতে আমরা এগিয়ে চলছি বঙ্গবন্ধু কন্যার কিছু হয়ে গেলে সেখান থেকে ঘুরে দাড়ানোর শক্তি আমাদের আছে কি না সে ব্যাপারে আমার সন্দেহ আছে।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  ড. জিনাত হুদা বলেন, মুজিব কোনো মানুষ নয়, মুজিব একটি দর্শন। এই দর্শনের ফলেই তিনি আজও বাংলার মানুষের কাছে বেঁচে আছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা যে আজ নারী ক্ষমতায়নের রোল মডেল, সেই ধারাটি শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন আওয়ামী লীগের সদস্য তারানা হালিম। 

রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। 

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬