২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চবিতে শ্রদ্ধা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৮:৩৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৩, ০৯:১৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জননেত্রী শেখ হাসিনা হলের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
আজ সোমবার (২১ আগস্ট) বিকেল ৩টায় জননেত্রী শেখ হাসিনা হলের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশগ্রহণ করেন হল প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও হলটির শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান তারা। সেইসাথে হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানানোও হয়।
এসময় উপস্থিত ছিলেন জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. এ. কে. এম রেজাউর রহমান, অধ্যাপক ড. কাজী মুহম্মদ রাশেদ নিজাম, আবাসিক শিক্ষক ফাহমিদা ইয়াসমিন, নাজনীন সরকার।
এসময় মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজনীন সরকার বলেন, ইতিহাসের বর্বরোচিত হামলার একটি এই গ্রেনেড হামলা। এদিন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। তিনি বেঁচে গেলেও অনেকে শাহাদাত বরণ করেন।
তিনি বলেন, যারা এ ঘৃণিত হামলায় শহিদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যারা এ ঘৃণিত হামলা চালিয়েছিলো তাদের অনেকের রায় হলেও শাস্তি নিশ্চিত হয়নি। দ্রুত সময়ের মধ্যে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।