ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি এক কর্মচারীকে পিটিয়ে হত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ১০:২৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৩, ১০:৪০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের সামনে বসন্ত কুমার দাস (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি বন বিভাগের অফিস সহকারী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
আজ রোববার সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই হেমন্ত দাস জানান, দূর সম্পর্কের ফুফাতো বোনের সঙ্গে বসন্তের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে কলাভবনের সামনে তার ভাইকে ডেকে নেন ফুফাতো বোন। পরে তার স্বামী শান্তি মন্ডল বসন্তকে বেধড়ক মারপিট করলে তিনি গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও জানান, একপর্যায়ে পুলিশ পারিবারিক বিষয় বলে সমঝোতা করে দেয়। তখন বসন্তের স্ত্রী তাকে মালিবাগ গুলবাগে বাসায় নিয়ে যান। রাত ১টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বসন্ত কুমারের গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তার ফুফাতো বোন মগবাজার ইস্কাটন এলাকায় স্বামী সন্তান নিয়ে থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আজ সকাল নয়টার দিকে বসন্ত কুমারকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা–নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের তাঁর মরদেহ মর্গে রাখা হয়েছে।