চবি অধ্যাপককে গলা টিপে ধরার হুমকি ডিনের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৪৪ তম একাডেমিক কাউন্সিলের সভায় প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. গোলাম কবীরকে 'গলা চেপে ধরব' বলে শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। 

অভিযুক্ত শিক্ষক চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক। কাউন্সিলের একটি এজেন্ডায় লিখিত পরীক্ষা ছাড়া কীভাবে জাতীয় খেলোয়াড়দের নেয়া যায় এবিষয়ে মতানৈক্যর এক পর্যায়ে এমন ঘটনা ঘটে। 

বুধবার (২৬ জুলাই) সুবিচার ও নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চিঠি দেন অধ্যাপক গোলাম কবীর। বিষয়টি নিয়ে শিক্ষক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। 

জানা গেছে, অধ্যাপক গোলাম কবীর ও ডিন ড. মাহবুবুল হকের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় উপাচার্য তাদের শান্ত হতে বলেন। দুজনের কথা-কাটাকাটির একপর্যায়ে ডিন উত্তেজিত হয়ে চট্টগ্রামের ভাষায় বলে ওঠেন, ‘গলা চিবি ধইয্যুম এক্কোবারে’ (একবারে গলা চেপে ধরব)। এ সময় বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক হেলাল নিজামী কলা অনুষদের ডিন মাহবুবুল হককে নিবৃত্ত করার চেষ্টা করেন।

অধ্যাপক গোলাম কবীর বলেন, “একাডেমিক কাউন্সিলের সভায় একটা এজেন্ডা আলোচনার সময় আমি ভিসিকে সাপোর্ট করলাম, ওনার (ডিন) সঙ্গে তখন দ্বিমত হচ্ছিল, হঠাৎ করেই ‘বেয়াদব’, ‘গলা চেপে ধরব’ বলে তিনি আমার দিকে তেড়ে আসেন। অন্য ডিনরা না থামালে তিনি হয়তো শারীরিকভাবে লাঞ্ছিত করতেন।”

তিনি বলেন, ‘একটা এজেন্ডা ছিল, লিখিত পরীক্ষা ছাড়া কীভাবে জাতীয় খেলোয়াড়দের নেয়া যায়। তিনি (ডিন) বলছিলেন এভাবে হলে নৈরাজ্য হবে। আমি বললাম, একটা সিস্টেম ডেভেলপ করলে নৈরাজ্য হবে কেন। এভাবে দ্বিমত হতে হতে হঠাৎ তিনি ক্ষিপ্ত ও মারমুখী হয়ে ওঠেন।’

উপাচার্যকে দেয়া চিঠিতে তিনি ঘটনার বর্ণনা দিয়ে লেখেন, ‘এ ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত ও মানসিকভাবে বিপর্যস্ত। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতা বোধ করছি। এ অবস্থায় এ বিষয়ে আপনার কাছ থেকে সুবিচার প্রত্যাশা করছি এবং আমার নিরাপত্তা বিধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’

এ বিষয়ে বক্তব্য জানতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হকের  মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence