সব পেশায় নারীদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বেড়েছে: ঢাবি উপাচার্য

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নারী শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পেশায় নারীদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে এবং তারা অত্যন্ত সফলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সমাজের উন্নয়নে বলিষ্ঠ অবদান রাখছেন। নারীদের রিপ্রোডাক্টিভ রাইটস্ সংরক্ষণ এবং প্রজনন স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ অসাধারণ সফলতা অর্জন করেছে বলে উল্লেখ করেন উপাচার্য। 

মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে ‘Unleashing the power of gender equality: Uplifting the voices of women and girls to unlock our world’s infinite possibilities’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রবিউল হকের সভাপতিত্বে সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং ইউএনএফপিএ বাংলাদেশের চিফ অব হেলথ্ ডা. ভিভাভেন্দ্রা সিং রঘুবংশী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফৌজিয়া মোসলেম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধকার প্রশ্নত্তোর পর্বে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence