জাবিতে চালু হচ্ছে চারুকলা ও প্রকৌশল অনুষদ

চারুকলা ও প্রকৌশল অনুষদের কার্যক্রম
চারুকলা ও প্রকৌশল অনুষদের কার্যক্রম  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকৌশল অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগকে চারুকলা অনুষদ হিসেবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ৪০তম সিনেট অধিবেশনে উপাচার্যের ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এই সিদ্ধান্তের কথা জানান। 

জাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ’ নামে একটি বিভাগ আছে। এই বিভাগটি চালু হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতায় নতুন মাত্রা সংযোজিত হয়েছে।

তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ফ্যাকাল্টি’-নামে প্রায় ৯৭ কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ দ্রুতই শুরু হবে। এর মধ্যে বাংলাদেশ সরকারের ৪৭ কোটি ৮৯ লাখ ১৭ হাজার টাকা থাকবে। অবশিষ্ট প্রায় ৫০ কোটি টাকা ভারত সরকারের অনুদান থাকবে।

আরও পড়ুন: জাবির ক্রমপুঞ্জিত বাজেট ঘাটতি ৬২ কোটি টাকা

উল্লিখিত পরিমান টাকা বরাদ্দ ও অনুদানের জন্য উপাচার্য বাংলাদেশ এবং ভারতীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অধ্যাপক নূরুল আলম বলেন, সরকারের অনুমোদন সাপেক্ষে আমি সিএসই এবং আইআইটি নিয়ে সময়োপযোগী আরও কয়েকটি বিভাগের সমন্বয়ে প্রকৌশল অনুষদ নামে নতুন একটি অনুষদ চালু করতে ইচ্ছুক। এক্ষেত্রে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করবো। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অংশগ্রহণের জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ