ঢাবি ছাত্র ইউনিয়নের বিবৃতি
ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট অধিবেশনে ‘গেস্টরুম নির্যাতন’ শব্দ প্রত্যাহার করায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। বৃহস্পতিবার (২২ জুন) সংগঠনটির সভাপতি শিমুল কুম্ভকার ও সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী যৌথ বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেছেন, গেস্টরুম নির্যাতন সংক্রান্ত আলোচনা এক্সপাঞ্জ করার ঘটনা দখলদারত্বের প্রতি প্রশাসনিক সমর্থনের প্রমাণ। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অধিবেশনে উপাচার্য ও সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান শব্দ দু’টি এক্সপাঞ্জ করেন।
অধিবেশনে বিএনপিপন্থী সাদা দলের শিক্ষক অধ্যাপক লুৎফর রহমান নির্ধারিত বক্তব্যে আবাসিক হলগুলোয় সরকারি দলের ছাত্র সংগঠনের একচ্ছত্র আধিপত্য ও গেস্টরুমের নামে শিক্ষার্থীদের নির্যাতনের প্রসঙ্গে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে 'গেস্টরুম নির্যাতন' শব্দ 'অসংসদীয়' আখ্যা দিয়ে এক্সপাঞ্জ করান অধ্যাপক আখতারুজ্জামান। এর প্রতিবাদে ওয়াকআউট করেন অধ্যাপক লুৎফর রহমান।
এ ঘটনার নিন্দা জানিয়ে ছাত্র্র ইউনিয়নের বলেছে, হলগুলোয় ছাত্রলীগের দখলদারিত্বই বাস্তবতা। ক্ষমতা টিকিয়ে রাখতে সিটবাণিজ্য ও গেস্টরুম নির্যাতন তাদের হাতিয়ার। নির্যাতনের শিকার হয়ে হল ছাড়ার ঘটনাও ঘটেছে। শারীরিকভাবে আহত করার নজির আছে। এসকল প্রমাণিত ঘটনা অস্বীকার করা মানে বাস্তবতাকেই অস্বীকার করা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ধামাচাপা দিতে উপাচার্যের এমন আচরণ সত্য প্রকাশ ও মত প্রকাশের ক্ষেত্রে বাধাস্বরূপ। গেস্টরুম কালচারবিরোধী আলোচনা এক্সপাঞ্জ করা রাষ্ট্রের চলমান সত্য সেন্সর করার পাঁয়তারার রূপমাত্র। গণরুম-গেস্টরুম সংস্কৃতি টিকিয়ে রাখার পেছনে প্রশাসনের দায়ও কম নয় বলে অভিযোগ করেছেন নেতারা।