৫২ বছরে থেমে গেল রাবি অধ্যাপক জাহানুরের জীবন প্রদীপ

৫২ বছরে থেমে গেল রাবি অধ্যাপক জাহানুরের জীবন প্রদীপ
৫২ বছরে থেমে গেল রাবি অধ্যাপক জাহানুরের জীবন প্রদীপ  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জাহানুর রহমান স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। 

শনিবার (১৭ জুন) ভোর ৬টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্র অনুযায়ী, অধ্যাপক জাহানকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়িতে তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। 

জানা গেছে, অধ্যাপক জাহানুর রহমান ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০০২ সালে সহকারী ও ২০০৯ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৫ সাল থেকে অধ্যাপক পদে ওই বিভাগে কর্মরত ছিলেন তিনি। 

এর আগে, ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে স্নাতক ও ১৯৯২ সালে স্নাতকোত্তর পাশ করেন এই অধ্যাপক। ২০০৯ সালে জাপানের হিরোশিমা সুডো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 

আরও পড়ুন: কাউন্সিলরের অনুসারীদের হামলায় আহত ঢাবির দুই শিক্ষার্থী

কর্মজীবনে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ও জাপানের কিয়েটো গাকুয়েন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভিজিটিং স্কলার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচিত সদস্য ছিলেন। 

এদিকে তঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্যদ্বয় প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর  গভীর শোক প্রকাশ করেছেন। 

উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় পরিসংখ্যান বিষয়ে পঠন-পাঠন ও গবেষণায় অধ্যাপক জাহানুরের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তাঁরা। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence