রাবির ওয়েবসাইট ডাউন, ফল পেতে ভোগান্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের 'সি' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। তবে ওয়েবসাইট ডাউন থাকায় ফলাফল দেখতে যেয়ে ভোগান্তির স্বীকার হচ্ছেন ভর্তিচ্ছুরা। আজ সোমবার (৫ জুন) দুপুরে ফল প্রকাশের পর থেকেই অতিরিক্ত হিটে (ভিজিট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাউন হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের admission.ru.ac.bd পেজে প্রবেশ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন ফলাফল প্রত্যাশীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা বলেন, টেকনিক্যাল বিষয়টি আমাদেরকে বুঝতে দিন। রেলওয়ের সার্ভারে সকাল ৮ টার দিকে কি ঢুকা যায়? দেড় লাখ মানুষ সবাই এখানে হিট করছে; কোনো সার্ভারই এমন সময়ে সাপোর্ট দিতে পারবে না। কয়েক ঘন্টা যাক এমনিতেই সব ঠিক হয়ে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংশ্লিষ্ট বিভিন্ন পাবলিক গ্রুপে ভর্তিচ্ছুরা ফলাফল পেতে ভোগান্তির স্বীকার হচ্ছেন বলে জানিয়েছেন। অনেকের অভিযোগ, একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ও ফলাফল প্রকাশ করেছে; সেখানে এমন বিড়ম্বনায় পড়তে হয় নি। আবার, কেউ কেউ বলছেন, বিশ্ববিদ্যালয় চাইলেই পিডিএফ আকারে ফলাফল প্রকাশ করতে পারতো।

তবে শুধু এবছরই নয়, গত বছর রাবি'র ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে গিয়ে বিড়ম্বনায় পড়েন ভর্তিচ্ছুরা। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের তৎকালীন পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম ওয়েবসাইট উন্নয়নের কথা বলেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, আমরা ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছি। উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটো সার্ভার আমাদের আইসিটি সেন্টারে অলরেডি চলে এসেছে। শুধু এডমিশন টেস্টের জন্যই আমরা এগুলো ব্যবহার করবো। আগামী বছর থেকে (২০২৩) ওয়েবসাইট সংক্রান্ত সমস্যা আশা করি আর থাকবে না।

উল্লেখ্য, আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার 'সি' ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। এতে পাশের গড় হার ৪১.৩৫ শতাংশ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence