ঢাকা বিশ্ববিদ্যালয়

সকল বাণিজ্যিক কোর্স বাতিলসহ তিন দফা দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

  © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগসহ সকল বাণিজ্যিক কোর্স (প্রফেশনাল মাস্টার্স) বাতিলসহ তিন দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক আতিকুর রহমান সায়েমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক ও সাধারণ সম্পাদক আরাফাত সাদ এক বিবৃতিতে আইন বিভাগে বাণিজ্যিক প্রফেশনাল কোর্স খোলার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার দাবি জানান।

তাদের দাবিগুলো হল- অবিলম্বে আইন বিভাগে বাণিজ্যিক প্রফেশনাল কোর্স খোলার সিদ্ধান্ত বাতিল করতে হবে, অন্যান্য বিভাগেও যেসব বাণিজ্যিক কোর্স চালু আছে তা বাতিল করতে হবে এবং রেগুলার ব্যাচের আসনসংখ্যা কমানোর ঘোষণা বাতিল করতে হবে।
 
নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি আইন বিভাগ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি ওই বিভাগে বাণিজ্যিক কোর্স (প্রফেশনাল মাস্টার্স) চালু করতে যাচ্ছে। সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে তারা এই কোর্স খুলতে চায়। কতৃপক্ষের এইরকম চিন্তা বিশ্ববিদ্যালয়ের ধারণার সাথে সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান সৃষ্টি—বিতরণ—সংরক্ষণ হলেও তা ভুলে গিয়ে শিক্ষাকে আজ পণ্যে পরিণত করা হয়েছে, বিশ্ববিদ্যালয়কে দোকানে পরিণত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষাকে একদিকে যেমন বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ধারণার মূলে কুঠারাঘাত করা হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা বিভিন্ন সময়ে আমাদের বক্তব্যে বলেছিলাম, প্রশাসন অবকাঠামোগত সংকট ও উচ্চশিক্ষার মান উন্নয়নের কথা বলে একদিকে রেগুলার ব্যাচের আসন কমাচ্ছে অথচ সে একই অবকাঠামো ব্যবহার করে তারা বাণিজ্যিক কোর্স খোলার অনুমোদন দিচ্ছে, যা স্ববিরোধী! তাহলে এটা পরিষ্কার যে, শিক্ষার মান উন্নয়ন তাদের মূল অগ্রাধীকার নয়। শিক্ষার্থীদের ধোকা দিতেই তারা  ‘অবকাঠামোগত সংকট’,  ‘মান-উন্নয়ন’,  ’এববিংশ শতাব্দির চ্যলেঞ্জ মোকাবিলা’, ‘৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী উচ্চশিক্ষা’ ইত্যাদি শব্দগুচ্ছ ব্যবহার করে। আমাদের আবেদন শিক্ষার্থীদের কাছে, আপনারা বিশ্ববিদ্যালয় এবং বিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হোন, আন্দোলন গড়ে তুলুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence