বর্ষবরণে চবির নানা আয়োজন, থাকছে বলী খেলা ও মোরগ লড়াই

চবির বর্ষবরণ
চবির বর্ষবরণ  © সংগৃহীত

আসছে পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৩ ) উপলক্ষ্যে নানা আয়োজন হাতে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব 'বাংলা নববর্ষ ১৪৩০' উৎসবমুখর পরিবেশে উদযাপনে বাঙালী ঐতিহ্যকে স্মরণীয় কের রাখতে গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি পালিত হবে।

এ বর্ষবরণ উৎসবে কেন্দ্রীয় উদযাপন কমিটির সম্মানিত আহবায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় উদযাপন কমিটির সম্মানিত যুগ্ম-আহ্বায়ক মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) এটি সর বেনু কুমার দে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এদিন সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান কার্যক্রম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্মরণ চত্বর হতে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত)। সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।

এরপর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজন করা হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাসমূহ, যেগুলোর মধ্যে রয়েছে বলী খেলা, মোরগ লড়াই ও বউচি খেলা। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অনুষ্ঠানের অতিথিরা। এর পুরস্কার বিতরণীর মাধ্যমে দুপুর সাড়ে ১২টার মধ্যেই অনুষ্ঠান শেষ হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence