সিকৃবি ও দ্যা নিউটিয়া ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা চুক্তি

০৪ এপ্রিল ২০২৩, ০৩:৩২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
সিকৃবি এবং দ্যা নিউটিয়া ইউনিভার্সিটি মধ্যে শিক্ষা সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

সিকৃবি এবং দ্যা নিউটিয়া ইউনিভার্সিটি মধ্যে শিক্ষা সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। © টিডিসি ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং ভারতের পশ্চিমবঙ্গের দ্যা নিউটিয়া ইউনিভার্সিটি মধ্যে পাঁচ বছরের জন্য শিক্ষা সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার  (৪ এপ্রিল) বেলা সাড়ে এগারোটায় সিকৃবির উপাচার্যের সম্মেলন কক্ষে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিপত্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পক্ষে রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম এবং দ্যা নিউটিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে অধ্যাপক ড. এইচ শিবানন্দ মূর্তি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী এই দুই প্রতিষ্ঠান এখন থেকে যৌথ গবেষণা, একাডেমিক লেকচার ও সিম্পোজিয়াম এবং গবেষণার তথ্য আদান প্রদান করবে। এই চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা সহযোগিতা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, সম্পদ ও সুবিধায় যৌথ অংশগ্রহন, যৌথ গবেষণা প্রকল্প উন্নয়ন ও প্রকাশনা, শিক্ষক ও শিক্ষার্থীর মানোন্নয়ন কার্যক্রম সম্পন্ন হবে। চুক্তিটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সিকৃবির মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল্লাহ আল মামুন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান। বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক ড. তিলক চন্দ্র নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দ্যা নিউটিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. এইচ শিবানন্দ মূর্তি, সিকৃবি রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম।

এসময় সিকৃবির বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬