৯ ভাষা কোর্সে জাবিতে পড়ার সুযোগ, প্রতি কোর্সে আসন ৪০টি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

২০২২ (২০২২-২৩) শিক্ষাবর্ষে নয়টি ভাষা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্র। ১২ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

কোর্স সমূহ: 

১। কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ (মেয়াদ - ৬ মাস)

২। ইংলিশ ফর প্রফেসনাল পারপাস (মেয়াদ- ৬ মাস)

৩। জুনিয়র সার্টিফিকেট কোর্স ইন জ্যাপনিজ ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)

৪। সার্টিফিকেট কোর্স ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)

৫। সার্টিফিকেট কোর্স ইন জার্মান ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)

৬। জুনিয়র সার্টিফিকেট কোর্স ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)

৭। সার্টিফিকেট কোর্স ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)

৮। সার্টিফিকেট কোর্স ইন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)

৯। সার্টিফিকেট কোর্স ইন সংস্কৃতি ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)

আবেদনের যোগ্যতা: আগ্রহীদের এইচএসসি পাস হতে হবে।

আসন সংখ্যা: প্রতি কোর্সে ৪০ টি

কোর্স ফি: অভ্যন্তীণ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩,২০০ টাকা (এককালীন)। আর বহিরাগত শিক্ষার্থীদের জন্য ৫,২০০ টাকা (এককালীন)।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্র হতে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। ভর্তিচ্ছুদের আবেদন ফরমের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ ও মার্কশিটের কপি জমা দিতে হবে।

ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: মার্চের চতুর্থ সপ্তাহ (সপ্তাহে দুইদিন ক্লাস)

আবেদনের শেষ সময়: ১২ মার্চ ২০২৩

বিস্তারিত দেখুন এখানে: https://juniv.edu/discussion/14299


সর্বশেষ সংবাদ