শতভাগ শিক্ষার পরিবেশসহ ‘স্মার্ট ক্যাম্পাস’ গড়তে চায় ঢাবি ছাত্রলীগ

শতভাগ শিক্ষার পরিবেশসহ ‘স্মার্ট ক্যাম্পাস’ গড়তে চায় ঢাবি ছাত্রলীগ
শতভাগ শিক্ষার পরিবেশসহ ‘স্মার্ট ক্যাম্পাস’ গড়তে চায় ঢাবি ছাত্রলীগ  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে আট নির্দেশনা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাবি ছাত্রলীগ শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর, শহীদের রক্তস্নাত, মুক্তি আন্দোলনের অদ্বিতীয় বাতিঘর, জাতির পিতা ও দেশরত্নের স্মৃতিধন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিটি হল, অনুষদ, ইনস্টিটিউটকে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো।

১. আবাসিক হলগুলোতে শতভাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে।

২. আবাসন, খাদ্য ইত্যাদি যে কোন সমস্যায় শিক্ষার্থীদের পাশে সর্বোচ্চ সহানুভূতি নিয়ে দাঁড়াতে হবে।

৩. সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় যেন ক্লাসরুম, লাইব্রেরি ও আবাসিক হলে শিক্ষার পরিবেশ বিনষ্ট না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

৪. ক্যাম্পাস ও সংশ্লিষ্ট ইউনিটগুলো থেকে সকল প্রকার ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নামিয়ে ফেলতে হবে এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।

৫. প্রতিটি ইউনিটে গঠনতন্ত্র মোতাবেক মাসিক নির্বাহী সভা আয়োজন করতে হবে।

৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

৭. শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও উদ্যোগ গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

৮. ক্যাম্পাসে কোন অবস্থাতেই অযথা হর্ন বাজানো যাবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence