ঢাবি শিক্ষক সমিতির প্যানেল ঘোষণা আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০৮:৫৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আজ রোববার প্যানেল ঘোষণা করবে শিক্ষকদের পক্ষগুলো। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন আয়োজনের তফশিল আগেই ঘোষণা করা হয়েছে। প্যানেল নির্ধারণে অনুষদ পর্যায়ে তারা সভা শেষ করেছে। সে অনুযায়ী আজ চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হবে।
জানা গেছে, শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হবে নির্বাচনের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ে ভূমিকার পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষকেরা। ক্ষমতাসীনদের সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপি-জামায়াতপন্থী সাদা দল এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীতায় থাকবে।
আরো পড়ুন: কুবির বিতর্কিত সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত
বিগত কয়েক বছর ধরে নীল দল শিক্ষক সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসছে। গত নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতে জয়লাভ করে। বিশ্ববিদ্যালয়ের অন্য নির্বাচনগুলোতেও নীল দলের একচেটিয়া আধিপত্য।