চবিতে ছাত্রলীগের সংঘর্ষ: ২০টি কক্ষ ভাংচুর, আহত অন্তত ১৫

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারের লড়াইয়ে এবার অস্ত্র হলো দেয়ালের চিকা। প্রায় তিন ঘন্টা ধরে চলছে এই লড়াই, বাড়ছে আহতের সংখ্যা। এফ রহমান হলে ভিএক্সকে আবদ্ধ করে বারবার আক্রমণ চালাচ্ছে বিজয়ের কর্মীরা। হলের তালা ভেঙে ভেতরে আসার চেষ্টা করছে তারা, ইতোমধ্যে তারা দু'বার তালা ভেঙে দিয়েছে । 

এফ রহমান হলের ২০ টি কক্ষে ভাংচুর করা হয়েছে দুই গ্রুপের পাল্টাপাল্টি আক্রমণে। তবে এখনও ভিএক্সের কর্মীদের দখলে রয়েছে হল।

শুক্রবার (০২ ডিসেম্বর) রাত ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের দেয়ালে চিকা লাগানোকে কেন্দ্র করে শুরু হয়েছে সংঘর্ষ। চবি  শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয় এবং ভিএক্সের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এসময় তারা হলের সিসি ক্যামেরাতে কাপড় দিয়ে ঢেকে দেয় কর্মীরা এবং ইটপাটকেল ছুঁড়ে।

সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।


সর্বশেষ সংবাদ